মঙ্গলবার ● ২ ডিসেম্বর ২০২৫
যথাসময়ে দিকনির্দেশনা পৌঁছাবে- নির্বাচনকে ইঙ্গিত ছারছীনা পীরের
হোম পেজ » লিড নিউজ » যথাসময়ে দিকনির্দেশনা পৌঁছাবে- নির্বাচনকে ইঙ্গিত ছারছীনা পীরের
![]()
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
ছারছীনা দরবার শরীফে সমবেত লক্ষ লক্ষ ভক্ত, মুরিদ ও দেশবাসীর উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেছেন ছারছীনার পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি. আ.)। তিনি বলেন, দেশের স্বাধীনতা, সর্বভৌমত্ব এবং ৯২ ভাগ মুসলিম জনতার স্বার্থ রক্ষায় এখন সুচিন্তিত সিদ্ধান্ত নেওয়া জরুরি। সিদ্ধান্ত গ্রহণে সামান্য ভুল হলে জাতিকে যুগ যুগ ধরে তার মূল্য দিতে হবে। তাই দেশ, জাতি ও ইসলামের স্বার্থে সবাইকে বিবেচনার সঙ্গে পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, আমরা ইসলামী হুকুমত চাই; কিন্তু ইসলামের নামে আহলে সুন্নাত ওয়াল জামায়াত বিরোধী কোনো ইজমকে সমর্থন করা যায় না। ইসলাম এই উপমহাদেশে প্রতিষ্ঠা পেয়েছে সাহাবায়ে কেরাম ও আউলিয়ায়ে কেরামের দাওয়াত ও আদর্শে। বাংলাদেশের ধর্মীয় ও সাংস্কৃতিক শেকড়ও তাঁদের অবদানে গড়া। সেই ধারার উত্তরসূরী হিসেবে ছারছীনা দরবার শরীফকে তিনি বর্ণনা করেন। গতকাল সোমবার জোহর নামাজ বাদ আখেরী মোনাজাত ও তিন দিনব্যাপী অনুষ্ঠিত মাহফিল সমাপ্তের পূর্ব মুহূর্তে ছারছীনার পীর এসব কথা বলেন।
এসময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বচনকে ইঙ্গিত করে বলেন, আবেগে বা হুজুগে সিদ্ধান্ত নেওয়া যাবে না। তিনি বলেন, যথাসময়ে দরবারের পক্ষ থেকে দিকনির্দেশনা পৌঁছে যাবে; সে অনুযায়ী ঐক্যবদ্ধভাবে দেশ, জাতি ও ইসলামের কল্যাণে ভূমিকা রাখতে হবে।
তিনি ভক্ত ও মুরিদানদের নিয়মিত জিকির, দরূদ, অজিফা ও আমলসমূহ আদায়ের পরামর্শ দেন। প্রতিটি মসজিদে সাপ্তাহিক তা’লিমী জলসা কায়েম, জমইয়াতে হিযবুল্লাহর পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়া এবং দেশের প্রতিটি ওয়ার্ডে দ্বীনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার বিষয়ে পীর ভাইদের কাছ থেকে ওয়াদা গ্রহণ করেন।
এ সময় বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওহাব আস সাইদানী হেলিকপ্টারযোগে দরবারে এসে পীর ছাহেব হুজুরকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, আলজেরিয়া ও বাংলাদেশের সম্পর্ক ইসলামের ভিত্তিতে দাঁড়ানো; আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের অভিন্ন আদর্শ আমাদের এক রাখে। ছারছীনার শিক্ষার্থীদের আলজেরিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ দেওয়ার আশ্বাসও দেন তিনি। এছাড়া তিনি সুবিধাজনক সময়ে পীর ছাহেবকে আলজেরিয়া সফরের আমন্ত্রণ জানান।
এরপর গতকাল বাদ জোহর মীলাদ শরীফ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিমের শান্তি ও কল্যাণ কামনায় আখেরী মুনাজাত পরিচালনা করেন ছারছীনা পীর।
এ ছাড়া মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, বাংলাদেশ দ্বীনিয়া মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ মুহাঃ শরাফত আলী, ড. মুফতি মাওলানা কাফিল উদ্দীন সরকার ছালেহী, মাওলানা মোঃ মাহমুদুল মুনীর হামীম, মুফতি মাওলানা ওসমান গণি ছালেহী, মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমুখ।
উপস্থিত ছিলেন আলজেরিয়া দূতাবাসের অ্যাটাশে সুফিয়ান টুম, প্রযুক্তিগত প্রতিনিধি সাঈদ আচাচে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাফেজ মোঃ রুহুল আমিন, নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলামসহ আরও অনেকে।
বাংলাদেশ সময়: ১৪:১০:৪৫ ● ৪৫ বার পঠিত
