সেন্টমার্টিন ফেরার পথে স্পিডবোট দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু

হোম পেজ » চট্টগ্রাম » সেন্টমার্টিন ফেরার পথে স্পিডবোট দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু
সোমবার ● ১ ডিসেম্বর ২০২৫


 

সেন্টমার্টিন ফেরার পথে স্পিডবোট দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, কক্সবাজার

সেন্টমার্টিন থেকে শাহপরীর দ্বীপগামী একটি যাত্রীবাহী স্পিডবোট উল্টে মা-মেয়ে নিহত হয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শাহপরীর দ্বীপের ঘোলাচর উপকূলের কাছে এ দুর্ঘটনা ঘটে।

সেন্টমার্টিন ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ জানান, সেন্টমার্টিন থেকে ছেড়ে আসা স্পিডবোটটি ঘোলাচর এলাকায় পৌঁছালে আচমকা উল্টে যায়। এতে স্পিডবোটে থাকা আট যাত্রী সাগরে পড়ে যান। পরে সবাইকে উদ্ধার করা হলেও গুরুতর আহত অবস্থায় মরিয়ম বেগম ও তার চার বছরের শিশু মেয়ে মায়মাকে টেকনাফ হাসপাতালে নেওয়া হলে তারা মারা যান।

নিহত মরিয়ম বেগম সেন্টমার্টিনের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব পাড়ার বাসিন্দা মাহফুজ রহমানের স্ত্রী। অন্যদের মধ্যে দুজন অসুস্থ থাকলেও বাকিরা বর্তমানে সুস্থ আছেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মো. নাজমুন নুর দুর্ঘটনার খবরটি স্বীকার করে জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:৪১:২১ ● ৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ