বৃহস্পতিবার ● ২০ নভেম্বর ২০২৫
মির্জাগঞ্জে এতিম শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম বিতরণ
হোম পেজ » পটুয়াখালী » মির্জাগঞ্জে এতিম শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম বিতরণ
সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী দারুসুন্নাত ফাজিল মাদ্রাসার এতিমখানায় শতাধিক এতিম শিক্ষার্থীকে খাতা ও কলম বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আবুল বাশার মোখলেচের নেতৃত্বে বিতরণ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক মোঃ মাইনুল ইসলাম শাহীন, যুগ্ম-আহ্বায়ক মোঃ আবুল খায়ের মৃধা, যুগ্ম-আহ্বায়ক মোঃ নাজমুল মৃধা, যুগ্ম-আহ্বায়ক মোঃ তারিকুল ইসলাম।
উপজেলা ছাত্রদল সুবিদখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ সাব্বির ফরাজী এবং সিনিয়র সহ-সভাপতি মোঃ ইমরান হোসেনও উপস্থিত ছিলেন।
মাদ্রাসার শিক্ষকবৃন্দ অনুষ্ঠানস্থলে ছিলেন এবং বিতরণ কার্যক্রমে সহায়তা করেন।
বিতরণ অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল এতিম শিক্ষার্থীদের পড়ালেখায় সহায়তা করা। অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:২৬:৪৫ ● ৯০ বার পঠিত
