শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত রক্ষায় মানববন্ধন

হোম পেজ » বরগুনা » শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত রক্ষায় মানববন্ধন
বুধবার ● ১৯ নভেম্বর ২০২৫


শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত রক্ষায় মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনার শুভ সন্ধ্যা ও নিদ্রা সমুদ্র সৈকত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও সৈকত রক্ষায় জিও ব্যাগ স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত এলাকায় স্থানীয় এলাকাবাসী ও পর্যটন উদ্যোক্তাদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন নিশানবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চু, ইউপি সদস্য বাবুল হাওলাদার, শহীদ আকন, সাবেক ইউপি সদস্য আলমগীর হাওলাদারসহ স্থানীয় শাহজাহান শেখ, জাহাঙ্গীর হাওলাদার এবং দেলোয়ার মিয়া।

বক্তারা বলেন, শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত একটি সম্ভাবনাময় পর্যটন স্পট। কিন্তু এখানে একটি কুচক্রী মহল ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় সৈকত অঞ্চল এবং সংরক্ষিত বন ধ্বংসের মুখে পড়েছে। অবিলম্বে জিও ব্যাগ স্থাপনসহ সৈকত রক্ষায় জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, এখনই উদ্যোগ না নিলে স্থানীয় পর্যটন উদ্যোক্তারা নিঃস্ব হয়ে পড়বেন এবং পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হবে।

মানববন্ধন শেষে স্থানীয় তরুণ শিল্পী সোহাগ শুভ সন্ধ্যা ও নিদ্রা সৈকত নিয়ে স্বরচিত গান পরিবেশন করেন।

বাংলাদেশ সময়: ১৫:৩৭:৪৮ ● ১৫৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ