সোমবার ● ১৭ নভেম্বর ২০২৫

কলাপাড়ায় ইউনিয়ন বিএনপির নির্বাচনী কার্যালয়ে এবং সড়কে আগুন

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় ইউনিয়ন বিএনপির নির্বাচনী কার্যালয়ে এবং সড়কে আগুন
সোমবার ● ১৭ নভেম্বর ২০২৫


কলাপাড়ায় ইউনিয়ন বিএনপির নির্বাচনী কার্যালয়ে এবং সড়কে আগুন

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

কলাপাড়ায় ইউনিয়ন বিএনপির নির্বাচনী অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর ভোররাতের দিকে এ ঘটনাকে কর্মসূচী নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মীদের নাশকতা হিসেবে দেখছে স্থানীয় বিএনপি। এর আগে ১৬ নভেম্বর গভীর রাতে মহিপুর বন্দর সংলগ্ন গ্রামীণ ব্যাংকের সামনে মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে মহিপুর থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে নিভিয়ে ফেলে।

মহিপুর থানা সূত্রে জানা গেছে, ধুলাসার ইউনিয়নের চরচাপলী গ্রামের ৭ নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এটি ১১৪ পটুয়াখালী-৪ আসনে বিএনপি মনোনিত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের বাড়ির কাছে বলেও জানা গেছে। সোমবার (১৭ নভেম্বর) ভোররাতে দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন দেয় বলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দাবি করেন। ফায়ার সার্ভিসের কোন প্রকার সহায়তা ছাড়াই নিজেদের প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১৩ নভেম্বর রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ওই কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে লকডাউনের প্রতি সমর্থন জানায়। এর পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাজাদা হাওলাদার বলেন, শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কেউ ইচ্ছাকৃতভাবে এ ঘটনা ঘটাতে পারে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

এছাড়া কুয়াকাটা-ঢাকা মহাসড়কে মহিপুর গ্রামীণ ব্যাকের সামনে গভীর রাতে একটি টায়ারে কে বা কারা আগুন দেয়। খবর পেয়ে টহল পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।

মহিপুর থানার ওসি মাহমুদ হাসান এসব ঘটনার কথা স্বীকার করে বলেন, কর্মসূচী নিষিদ্ধ ঘোষিত আ.লীগের শাটডউন ঘোষণায় কোন প্রভাব মহিপুর থানার অন্য কোথাও পড়েনি।

বাংলাদেশ সময়: ১৪:২০:২৯ ● ১৮২ বার পঠিত