সর্বশেষ

গর্ভবতী গরু জবাই কলাপাড়ায় কসাই দণ্ডিত, শরণখোলায় চুরি হওয়া গাভী জবাই করে মাংস লুট

হোম পেজ » খুলনা » গর্ভবতী গরু জবাই কলাপাড়ায় কসাই দণ্ডিত, শরণখোলায় চুরি হওয়া গাভী জবাই করে মাংস লুট
শুক্রবার ● ৭ নভেম্বর ২০২৫


 

গর্ভবতী গরু জবাইয়ের অভিযোগে কলাপাড়ায় কসাই দণ্ডিত

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী) ও শরণখোলা (বাগেরহাট)

দেশের দক্ষিণাঞ্চলে পরপর দুটি ঘটনায় গর্ভবতী গাভী জবাইয়ের খবর পাওয়া গেছে। পটুয়াখালীর কলাপাড়ায় ভ্রাম্যমাণ আদালত গর্ভবতী গরু জবাইয়ের অপরাধে এক কসাইকে অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়েছে, আর বাগেরহাটের শরণখোলায় অন্তঃসত্ত্বা গাভী চুরি করে জবাই করে মাংস ও মাথা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে কলাপাড়ার লালুয়া ইউনিয়নের বানাতি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক।

তিনি জানান, সাত মাস বয়সী গর্ভবতী গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে কসাই মো. সুলতান (৫৫) কে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে কলাপাড়া থানা পুলিশ ও কলাপাড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক সাগরকন্যাকে বলেন, ভবিষ্যতে গর্ভবতী পশু জবাই বা অবৈধ পশুজবাই প্রতিরোধে নিয়মিত অভিযান চালানো হবে।

 

অন্যদিকে, বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে বৃহস্পতিবার রাতের আঁধারে অন্তঃসত্ত্বা গাভী জবাই করে মাংস ও মাথা নিয়ে গেছে দুর্বৃত্তরা। গাভীর মালিক আবুল কালাম তালুকদার জানান, সকালে উঠে দেখেন গোয়ালঘরের তালা ভাঙা এবং গাভীটি উধাও। পরে বাড়ির পাশের মাঠে গাভীর চামড়া ও নাড়িভুঁড়ি পড়ে থাকতে দেখা যায়। গাভীটির বাজারমূল্য প্রায় এক লাখ টাকা ছিল বলে তিনি জানান।

শরণখোলা থানার ওসি মো. শহিদুল্লাহ বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গবাদিপশু চুরির ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে শরণখোলার গ্রামাঞ্চলে গরু ও ছাগল চুরির ঘটনা বেড়েছে। এতে গবাদিপশু মালিকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত চোরচক্রকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৯:০০ ● ৬৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ