সর্বশেষ

রামপালে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২

হোম পেজ » লিড নিউজ » রামপালে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২
শুক্রবার ● ৭ নভেম্বর ২০২৫


 

রামপালে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের রামপালের তেতুলিয়া ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাতজন। শুক্রবার (৭ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে মোংলা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার মো. এমরান হোসেন জানান, মোংলা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা সাতটি মোটরসাইকেলের মুখোমুখি হলে চালক হার্ডব্রেক করেন। এতে বাসটি উল্টে পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুই বাসযাত্রী মারা যান এবং বাস ও মোটরসাইকেলের সাত আরোহী আহত হন।

আহতদের উদ্ধার করে ঝনঝনিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস কর্মকর্তা এমরান হোসেন বলেন, মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা সুন্দরবন ভ্রমণে যাচ্ছিলেন। রামপাল থানার ওসি আতিকুর রহমান জানান, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৮:১৪:১২ ● ৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ