শরণখোলায় গাছচাপায় দিনমজুরের মৃত্যু

হোম পেজ » খুলনা » শরণখোলায় গাছচাপায় দিনমজুরের মৃত্যু
শনিবার ● ১ নভেম্বর ২০২৫


 

শরণখোলায় গাছচাপায় দিনমজুরের মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, শরণখোলা (বাগেরহাট)

বাগেরহাটের শরণখোলায় গাছচাপায় মো. সুলতান হাওলাদার (৬৭) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের জলের ঘাট বড়বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলতান হাওলাদার ওই গ্রামের মৃত মো. নাদের হাওলাদারের ছেলে।

স্থানীয় ব্যাংকার ও নিহতের চাচাতো ভাই মো. শহিদুল ইসলাম সাগরকন্যাকে জানান, সকালে সুলতান হাওলাদার বাড়ির পাশে একটি বড় গাছ কাটতে যান। গাছটি কাটা শেষ হওয়ার পর হঠাৎ তার ওপর পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল্লাহ বলেন, গাছচাপায় এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:৪১:৪৬ ● ৬৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ