শিবগঞ্জ সীমান্তে চোরাই মোবাইল ও কসমেটিকস জব্দ

হোম পেজ » রাজশাহী » শিবগঞ্জ সীমান্তে চোরাই মোবাইল ও কসমেটিকস জব্দ
বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫


শিবগঞ্জ সীমান্তে চোরাই মোবাইল ও কসমেটিকস জব্দ

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ১২টি ভারতীয় চোরাই মোবাইল ফোন ও ২৭২টি ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, ২৯ অক্টোবর বিকেল থেকে রাত পর্যন্ত মহানন্দা ব্যাটালিয়নের সদস্যরা দাইপুকুরিয়া ইউনিয়নের শিয়ালমারা গ্রামে অভিযান চালিয়ে বিভিন্ন মডেলের ১২টি ব্যবহৃত ভারতীয় মোবাইল ফোন জব্দ করে। একই সময়ে সোনামসজিদ আইসিপি এলাকা থেকে ২৭২টি ভারতীয় কসমেটিকস সামগ্রী আটক করা হয়। বিজিবি জানায়, উদ্ধার করা পণ্যসমূহ প্রচলিত নিয়মে কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বলেন, চোরাচালানসহ সব ধরনের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি অব্যাহত আছে। সীমান্তে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত টহল ও অভিযান চালানো হচ্ছে এবং তা ভবিষ্যতেও চলবে।

বাংলাদেশ সময়: ১৭:২২:২২ ● ৮৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ