বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫

ঝিনাইদহে পা ও গলা বাঁধা কৃষকের মরদেহ উদ্ধার

হোম পেজ » খুলনা » ঝিনাইদহে পা ও গলা বাঁধা কৃষকের মরদেহ উদ্ধার
বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ার পোতা গ্রামে মাঠ থেকে পা ও গলা বাঁধা অবস্থায় এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বটদাড়ির মাঠ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে রাঙ্গিয়ার পোতা-বংকিরা সড়কের পাশে ধানের আইলে লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে স্বজনদের খবর দেয়। স্বজনরা এসে মৃতব্যক্তিকে ইসাহাক আলী হিসেবে শনাক্ত করেন।
পুলিশ জানায়, দুর্বৃত্তরা কৃষক ইসাহাক আলীকে পা বেঁধে গলায় ফাঁস দিয়ে হত্যার পর ওই মাঠে ফেলে রেখে যায়। প্রাথমিকভাবে হত্যার কারণ ও জড়িতদের পরিচয় জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরই/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৪২:৩১ ● ২০৫ বার পঠিত