সোমবার ● ২৭ অক্টোবর ২০২৫
নানা আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
হোম পেজ » রাজশাহী » নানা আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা যুবদলের উদ্যোগে টাউন ক্লাব চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হাসান ইমতিয়াজ বলেন, যুব সমাজই দেশের প্রাণশক্তি। গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
এসময় জেলা যুবদলের ইবনে হাবিব আল মারুফ, সোহাগ, মাহফুজুর রহমান চন্দন, সৈয়দ সালেহীন, ফয়সাল আহমেদ, আল আমিন বিশ্বাস ও যুবায়েরসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া বিকেলে আহ্বায়ক তবিউল ইসলাম তারিফের নেতৃত্বে ফুড অফিস মোড় থেকে আরেকটি র্যালি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৪:১৫:০৪ ● ২০৭ বার পঠিত
