রবিবার ● ২৬ অক্টোবর ২০২৫
বরগুনায় স্কুল ছাত্রী অপহরণ; ৬ জনের বিরুদ্ধে মামলা
হোম পেজ » বরগুনা » বরগুনায় স্কুল ছাত্রী অপহরণ; ৬ জনের বিরুদ্ধে মামলা
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনায় এসএসসি পরীক্ষার্থী এক স্কুল ছাত্রী অপহরণ হওয়ার ঘটনায় ৬ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। রবিবার ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ লায়লাতুল ফেরদৌস মামলাটি গ্রহণ করে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার দায়েরের নির্দেশ দেন। তথ্যটি নিশ্চিত করেছেন বিশেষ পিপি রনজুয়া সিপু।
জানা যায়, ২০ জুন স্কুলছাত্রীর মা তাকে নিয়ে বাবার বাড়ি বামনা উপজেলার গুদিঘাটায় বেড়াতে যান। ২২ জুন সকাল ১০টার দিকে ছাত্রী স্থানীয় ডৌয়াতলা বাজারে যাওয়ার পথে পাথরঘাটা উপজেলার বড় গুদিঘাটা কাকচিড়া গ্রামের ফেরদৌস অপূর্ব (২১) ও তার তিন বন্ধু ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়।
বাদি অভিযোগ করেছেন, অপহরণকারীরা তার মেয়েকে খুনের ভয় দেখিয়ে ধরে রাখে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও মেয়েকে পাওয়া যায়নি। এরপর বাদি অপূর্বের পরিবার ও আত্মীয়দের বাড়িতে গিয়ে মেয়ের ফেরত চেয়েছেন। তবে তারা মেয়েকে ফেরত দেয়নি। বাদি আশঙ্কা করেন, অপহৃত ছাত্রীকে ধর্ষণ করা হতে পারে, অথবা হত্যা করে লাশ গোপন করা হতে পারে। বিদেশে পাচারের আশঙ্কাও উত্থাপিত হয়েছে।
বাদি আরও জানান, অপূর্ব ও তার পরিবারের সঙ্গে তার মেয়ের কোনও সম্পর্ক ছিল কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন। বর্তমানে আসামী অপূর্ব ও তার পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ২৩:৫২:৫১ ● ৯১ বার পঠিত
