গলাচিপায় ইস্কন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

হোম পেজ » পটুয়াখালী » গলাচিপায় ইস্কন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল
শনিবার ● ২৫ অক্টোবর ২০২৫


 

গলাচিপায় ইস্কন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

গলাচিপায় ইস্কন নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা ইমাম পরিষদ ও তাওহিদী জনতার উদ্যোগে এই কর্মসূচির বাস্তবায়ন করা হয়েছে।

সভায় সভায় বক্তারা গাজীপুরের টঙ্গীতে মসজিদের খতিবকে গুম করে হত্যাচেষ্টা, গাজীপুরে ধর্ষণ ও ইস্কনকে কেন্দ্র করে সারাদেশে ঘটে যাওয়া সহিংসতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, ধর্ম- দেশ ও মানবতার বিরুদ্ধে যে কোনো কর্মকাণ্ড নিন্দনীয়।

বক্তারা দাবি করেন, দেশের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।

প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে শেষ হয়।

সভায় উপস্থিত ছিলেন- গলাচিপা উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক হাফেজ মো. আবদুল কাইয়ুম, বাংলাদেশ জামায়াতে ইসলামী গলাচিপা উপজেলা শাখার আমির ডা. মো. জাকির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গলাচিপা উপজেলার সাবেক সভাপতি মাওলানা মুফতি আবুবক্কর সিদ্দক, পৌর শাখার সভাপতি নাজমুল হুদা রিপন, এনজেড আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবদুল হাই ও কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মো. তাওহীদুল ইসলাম তানজিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯:০৭:২৮ ● ৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ