
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরের মঠবাড়িয়ায় পশ্চিম মিঠাখালী নেছারিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে জামায়াতের এমপি প্রার্থী অধ্যাপক মো. আব্দুল জলিল শরিফকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহাদাৎ হোসেন ফরাজি।
বৃহস্পতিবার সকালে মাদ্রাসা মিলনায়তনে সভাপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাতজন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে শাহাদাৎ হোসেন ফরাজি ৪ ভোট পেয়ে বিজয়ী হন।
ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নজরুল ইসলাম ফলাফল ঘোষণা করেন। এর আগে সোমবার অভিভাবকদের ভোটে সাতজন সদস্য নির্বাচিত হয়েছিলেন, যারা পরবর্তীতে সভাপতি নির্বাচনে ভোট দেন।
অধ্যাপক আব্দুল জলিল শরিফকে সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর–৩ (মঠবাড়িয়া) আসনের এমপি প্রার্থী হিসেবে ঘোষণা দেয়। ফলে মাদ্রাসা কমিটির এই নির্বাচন স্থানীয়ভাবে রাজনৈতিক গুরুত্ব পায়।
পশ্চিম মিঠাখালী নেছারিয়া দাখিল মাদ্রাসাটি এলাকার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। মরহুম আলহাজ মফিজ উদ্দিন মোল্লা এটি প্রতিষ্ঠা করেন। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি ধর্মীয় ও নৈতিক শিক্ষায় সুনাম ধরে রেখেছে।
ফলাফল ঘোষণার পর শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়। নতুন সভাপতি শাহাদাৎ হোসেন ফরাজি বলেন, তিনি প্রতিষ্ঠানটির উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকায়নে কাজ করবেন।
স্থানীয়রা মনে করছেন, এই ফলাফল তরুণ নেতৃত্বের গ্রহণযোগ্যতা ও শিক্ষা প্রতিষ্ঠানে নতুন প্রভাবের প্রতিফলন।
আরএইচএম/এমআর