
সোমবার ● ১৩ অক্টোবর ২০২৫
কুয়াকাটায় অসুস্থ সি-গাল উদ্ধার
হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় অসুস্থ সি-গাল উদ্ধারসাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
পটুয়াখালীর কুয়াকাটা চর বিজয় এলাকায় অসুস্থ অবস্থায় একটি ‘সি-গাল’ পাখি উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালের দিকে (১৩ অক্টোবর) কুয়াকাটার চর বিজয়ে বন বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচির সময় সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক ওই অসুস্থ ‘সি-গাল’ পাখিটি উদ্ধার করেন। এরপর তিনি চিকিৎসার জন্য অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া শাখার কাছে হস্তান্তর করেছেন।
সংগঠনটির টিম লিডার বায়জিদ মুন্সি বলেন, সহকারী কমিশনার (ভূমি) সাহেব পাখিটিকে চিকিৎসার জন্য আমাদের কাছে দিয়েছেন। আমরা ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করেছি। আশাবাদী, পাখিটি দ্রুত সুস্থ হয়ে আবার তার স্বাভাবিক পরিবেশে ফিরে যেতে পারবে।
এনইউবি/এমআর
বাংলাদেশ সময়: ২১:৪০:৪২ ● ৮৮ বার পঠিত