চরফ্যাশনে জুলাই যোদ্ধা হাসিবুর রহমানের জানাযা সম্পন্ন

হোম পেজ » ভোলা » চরফ্যাশনে জুলাই যোদ্ধা হাসিবুর রহমানের জানাযা সম্পন্ন
শনিবার ● ৪ অক্টোবর ২০২৫


চরফ্যাসনে জুলাই যুদ্ধা হাসিবুর রহমানের জানাজা সম্পন্ন

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও জুলাই যুদ্ধা হাসিবুর রহমানের জানাযা শনিবার দুপুর ২টায় ভোলার চরফ্যাশনের মাঝের চর ফাজিল মাদ্রাসা মাঠে সম্পন্ন হয়েছে। হাজারো মানুষ অংশ নেয় এ জানাজায়। উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।

জানাজা-পূর্ব বক্তারা বলেন, মৃত্যু অবশ্যম্ভাবী হলেও হাসিবুর রহমানের অকাল মৃত্যু মেনে নেওয়া কঠিন। তিনি ছিলেন সাহসী, মেধাবী ও সংগঠিত ছাত্রনেতা।

জানা যায়, শুক্রবার (৩ অক্টোবর) রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বন্ধুদের সঙ্গে হোটেল স্টার কাবাবে নাস্তা করতে গিয়ে হঠাৎ খিচুনিতে আক্রান্ত হন হাসিব। পরে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে তার মরদেহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম জানাজা শেষে নিজ গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশনের মাঝের চরে আনা হয়। সেখানে মরদেহ পৌঁছালে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

হাসিবুর রহমান মাঝের চর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লোকমান হোসেনের ছেলে। তিনি জুলাই আন্দোলনে মিরপুর এলাকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল, যুবদল সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, সাবেক যুবদল সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, চরফ্যাশন প্রেসক্লাব সম্পাদক শহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এসএফ/এমআর

বাংলাদেশ সময়: ১৭:১০:৪৮ ● ২১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ