
সাগরকন্যা প্রতিবেদক, ছাতক (সুনামগঞ্জ)
সুনামগঞ্জের ছাতকের বাগবাড়ী গ্রামে ৪০ বছরের পুরনো জমি বিরোধ নিষ্পত্তির প্রশাসনিক পরিমাপকে কেন্দ্র করে শনিবার (৪ অক্টোবর) উত্তেজনা ছড়িয়ে পড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলামের নেতৃত্বে জমি পরিমাপ শুরু হলে দ্বিতীয় পক্ষের লোকজন বাধা দেয় এবং স্থানীয় মসজিদের মাইক ব্যবহার করে প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচার চালায়। ঘটনাটি এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
জানা যায়, আদালতের নির্দেশে ও ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩’-এর আওতায় ইউএনওর সভাপতিত্বে পরিমাপ কার্যক্রম পরিচালিত হয়। পূর্বে বহুবার সালিশ ব্যর্থ হওয়ায় বাদী মীর মো. মাসুক মিয়া আইনি পদক্ষেপ নেন। নির্ধারিত সময় অনুযায়ী শনিবার সকাল ১১টায় সরকারি সার্ভেয়ার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিমাপ শুরু হয়।
এ সময় দ্বিতীয় পক্ষের নেতা শাহরিয়ার তারেকের অনুসারীরা পরিমাপ বন্ধের চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়। সবচেয়ে বিতর্কিত ঘটনাটি ঘটে স্থানীয় মসজিদের মাইক ব্যবহার করে প্রশাসনের বিরুদ্ধে মিথ্যা ও উসকানিমূলক প্রচার চালানোয়। সচেতন মহল একে “বিপজ্জনক নজির” বলে আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছে।
বাদী মীর মাসুক মিয়া দাবি করেন, তার পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা চলছে এবং প্রশাসনিক হস্তক্ষেপের পরও বাধা দেওয়া হচ্ছে। ইউএনও তরিকুল ইসলাম জানান, “বিধি মোতাবেক পরিমাপ সম্পন্ন হয়েছে, সেখানে খাস জমিও পাওয়া গেছে। বিষয়টি আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এএমএল/এমআর