গৌরনদীতে বাসচাপায় পথচারীর মৃত্যু

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে বাসচাপায় পথচারীর মৃত্যু
শনিবার ● ৪ অক্টোবর ২০২৫


গৌরনদীতে বাসচাপায় পথচারীর মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদীতে বাসচাপায় আব্দুর রশিদ খান (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। শনিবার (৪ অক্টোবর ২০২৫) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী সেভেন স্টার পরিবহনের একটি বাস (রেজিঃ যশোর-ব-১২-৪১৫১) দ্রুত ও বেপরোয়া গতিতে চলার সময় রাস্তা পারাপারকালে পথচারী রশিদ খানকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রশিদ খান পটুয়াখালীর বাউফল পৌরসভার ৮নং ওয়ার্ডের বাংলাবাজার এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. ছবেদ আলী খান।
দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেলেও সেভেন স্টার পরিবহন বাসটি পুলিশ জব্দ করেছে।
গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৭:০১:১৮ ● ১৫৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ