পিরোজপুরে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র‌্যালি

হোম পেজ » পিরোজপুর » পিরোজপুরে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র‌্যালি
শনিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৫


পিরোজপুরে জাকের পার্টির সাংগঠনিক জনসভা

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

পিরোজপুরে জাকের পার্টি ও সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৭ সেপ্টেম্বর) সাংগঠনিক জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সদর উপজেলা, পৌরসভা, ওয়ার্ড ও ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন।

বিকেলে পিরোজপুর পৌরসভা থেকে বর্ণাঢ্য মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি শেষে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সাধারণ সম্পাদক মোঃ মিরাজ তালুকদার। প্রধান অতিথি ছিলেন জেলা সভাপতি আবদুল কুদ্দুস শেখ। কেন্দ্রীয় ও জেলা নেতৃত্বসহ সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, জাকের পার্টি ইসলামের শান্তি, মানবতা ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। তারা আরও বলেন, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে এই জনসভা ও র‌্যালির আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৫০:৩৬ ● ১৬৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ