
শুক্রবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৫
পবিপ্রবিতে দু’সিনিয়র কর্মকর্তাকে নতুন দায়িত্ব
হোম পেজ » পটুয়াখালী » পবিপ্রবিতে দু’সিনিয়র কর্মকর্তাকে নতুন দায়িত্বসাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) দু’জন ডেপুটি রেজিস্ট্রারকে নতুন অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। শারীরিক শিক্ষা বিভাগের পরিচালকের দায়িত্ব পেয়েছেন ডেপুটি রেজিস্ট্রার ড. মো. আমিনুল ইসলাম (টিটো)। আর ছাত্র-শিক্ষক কেন্দ্রের (TSC) পরিচালকের দায়িত্ব পেয়েছেন সংস্থাপন শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. আবু বকর সিদ্দিক।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত পৃথক আদেশে এ তথ্য জানানো হয়। আবু বকর সিদ্দিক আগামী দুই বছরের জন্য বর্তমান পরিচালক প্রফেসর ড. খোকন হোসেনের পরিবর্তে এ দায়িত্ব পালন করবেন।
আদেশে বলা হয়েছে, দায়িত্ব পালনকালে তারা প্রচলিত বিধি অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে দায়িত্ব পালন শেষে প্রফেসর ড. খোকন হোসেনকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোনো সময় এ আদেশ পরিবর্তন বা সংশোধন করতে পারবে।
জেএইচ/এমআর
বাংলাদেশ সময়: ১৯:৫১:২৫ ● ৬৬ বার পঠিত