গৌরনদীতে বিএনপি নেতা দুলাল রায় দুলুর মৃত্যুতে শোক

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে বিএনপি নেতা দুলাল রায় দুলুর মৃত্যুতে শোক
মঙ্গলবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৫


গৌরনদীতে বিএনপি নেতা দুলাল রায় দুলুর মৃত্যুতে শোক

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুলাল রায় দুলু (৪৯) মঙ্গলবার সকালে বরিশালস্থ নিজ বাসায় হৃদযন্ত্র ক্রিয়ার বন্ধ হয়ে মারা গেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন। সেদিন সন্ধ্যায় সুন্দরদী মহল্লায় পারিবারিক শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বরিশাল-১ আসনের সাবেক সাংসদ ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান, এ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম স্বজল, বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবসহ বহু রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ।

তারা শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭:০৫:৪৯ ● ১৫৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ