কাবিখা-কাবিটা প্রকল্পে বদলে যাচ্ছে চরফ্যাশনের গ্রামীণ চিত্র

হোম পেজ » ভোলা » কাবিখা-কাবিটা প্রকল্পে বদলে যাচ্ছে চরফ্যাশনের গ্রামীণ চিত্র
সোমবার ● ২২ সেপ্টেম্বর ২০২৫


 

কাবিখা-কাবিটা প্রকল্পে বদলে যাচ্ছে চরফ্যাশনের গ্রামীণ চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

পটুয়াখালীর চরফ্যাশনে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের কারণে পাল্টে যাচ্ছে গ্রামীণ অবকাঠামো। ভাঙাচোরা সড়ক মেরামত হওয়ায় সহজ হচ্ছে যোগাযোগ, কমছে দুর্ভোগ। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসায় আসছে গতি।

সরকারি বরাদ্দে এ বছর উপজেলায় ১৫৯টি প্রকল্প হাতে নেওয়া হয়। এর মধ্যে টিআর থেকে ২ কোটি ৬৮ লাখ টাকা, কাবিখার অনুকূলে ২৫৫ মেট্রিক টন গম এবং কাবিটা প্রকল্প থেকে ৩ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে সড়ক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন চলছে। বৈরী আবহাওয়ায় কিছু কাজ দেরি হলেও অধিকাংশ প্রকল্প শেষ হয়েছে।

স্থানীয়দের মতে, আগে বর্ষায় হাঁটু পানি পেরিয়ে স্কুলে যেতে হতো শিক্ষার্থীদের। এখন নতুন সড়ক নির্মাণে সেই দুর্ভোগ কমেছে। বিদ্যালয়ের মাঠ ভরাট ও ভবন সংস্কারের কারণে পড়াশোনায় সুবিধা পাচ্ছে শিক্ষার্থীরা। সাধারণ মানুষেরও যোগাযোগ সহজ হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি বলেন, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। অনিয়মে কাউকে ছাড় দেওয়া হয়নি। মাঠ পর্যায়ে নিয়মিত মনিটরিংয়ের কারণে কাজের মান বজায় রাখা সম্ভব হয়েছে।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি এম ওয়ালিউল ইসলাম জানান, প্রতিটি প্রকল্পে প্রতিবেদন বাধ্যতামূলক করা হয়েছে। অনিয়ম ধরা পড়লে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হয়েছে।

জনপ্রতিনিধিরা বলছেন, এবার প্রকল্পগুলোতে কঠোর তদারকি হয়েছে। ইউএনওর নেতৃত্বে স্বচ্ছতার সঙ্গে কাজ হওয়ায় মানুষ সরাসরি সুফল পাচ্ছে।

ইউএনও মিথি আরও বলেন, এ প্রকল্পগুলো জনবান্ধব উন্নয়নের দৃষ্টান্ত। চরফ্যাশনের প্রত্যন্ত গ্রামগুলোতে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১১:৫১ ● ২৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ