বৃহস্পতিবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৫

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত

হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত
বৃহস্পতিবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৫


পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় দুর্ঘটনা কবলিত বাস

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পাটুখালী কালভার্টের উত্তর পাশে বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরও এক আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম হৃদয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কুয়াকাটা থেকে আসা মেঘনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

নিহতরা হলেন পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার আনোয়ার মোল্লা (৪৫) ও মোটরসাইকেল চালক একই উপজেলার মোঃ শামীম (৩৫)।

আহত হৃদয়’র ঠিকানা এখনো জানা যায়নি।

পটুয়াখালী সদর থানার ওসি মোঃ ইমতিয়াজ আহমেদ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:১৭ ● ৮০ বার পঠিত