দুমকীতে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

হোম পেজ » পটুয়াখালী » দুমকীতে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
মঙ্গলবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৫


 

দুমকীতে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

সাগরকন্যা প্রতিবেদক, দুমকী (পটুয়াখালী)

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন পটুয়াখালীর দুমকী উপজেলার প্রতিমা তৈরির কারিগররা। খড়, কাঠ, সুতা আর মাটি দিয়ে নিপুণ হাতে তারা গড়ে তুলছেন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ-কার্তিক ও অসুরের প্রতিমা।

দুমকীর বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখা গেছে, পূজা যত ঘনিয়ে আসছে, কারিগরদের ব্যস্ততাও তত বাড়ছে। কোথাও প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে, শুরু হয়েছে রঙের কাজ।

প্রতিমা তৈরির এক কারিগর জানান, সারা বছর প্রায় অলস সময় কাটলেও দুর্গাপূজায় প্রতিমা বানিয়েই জীবিকা নির্বাহ করতে হয়। তবে চলতি বছর উপকরণের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। অথচ প্রতিমার দাম বাড়েনি। এতে প্রত্যাশিত আয় হচ্ছে না।

দুমকী উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক বলেন, এ বছর উপজেলায় ১৩টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা ও নেশামুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেয়া হয়েছে। সুষ্ঠু ও সুন্দরভাবে পূজার কার্যক্রম সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা থাকবে।

উল্লেখ্য, আগামী ২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসবের আমেজ শুরু হবে। ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী, ২৯ সেপ্টেম্বর সপ্তমী, ৩০ সেপ্টেম্বর অষ্টমী, ১ অক্টোবর নবমী এবং ২ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৪:৪৭:৩২ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ