ইন্দুরকানীতে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় যুবদল নেতার মতবিনিময়

হোম পেজ » পিরোজপুর » ইন্দুরকানীতে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় যুবদল নেতার মতবিনিময়
শুক্রবার ● ১২ সেপ্টেম্বর ২০২৫


ইন্দুরকানীতে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় যুবদল নেতার মতবিনিময়

সাগরকন্যা প্রতিবেদক, ইন্দুরকানী (পিরোজপুর)

পিরোজপুরের ইন্দুরকানী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় যুবদল নেতা জাহাঙ্গীর আলম দুলাল। শুক্রবার বিকালে প্রেসক্লাবের সভাপতি খান নাসির উদ্দীন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

জাহাঙ্গীর আলম দুলাল পিরোজপুর-১ আসনের জনগণের পাশে থাকার অঙ্গীকার করেন। তিনি বলেন, পিরোজপুরের জনগণ শান্তিপ্রিয় ও সুশৃঙ্খল। আগামী জাতীয় নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিলে এলাকার দারিদ্র বিমোচন ও শিক্ষার মানোন্নয়নে কাজ করব। অবহেলিত পিরোজপুরকে মডেল জেলা হিসেবে রূপান্তরিত করব।

তিনি আরও বলেন, দীর্ঘ ৩০ বছরের রাজনৈতিক জীবনে কখনো দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অন্যায় বা দুর্নীতির সঙ্গে আপোশ করেননি। দলের দুঃসময়-সুসময় সর্বদা সততা দিয়ে দলের সুনাম বজায় রেখেছি। ইনশাআল্লাহ মনোনয়ন পেলেই এলাকার মানুষের সেবায় কাজ করব।

সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি আলমগীর কবির মান্নু, জাকির হোসেন, সাবেক সভাপতি আজাদ হোসেন বাচ্চু, সংবাদকর্মী হাফিজুর রহমান, কে এম শামীম রেজা, নাছরুল্লাহ আল কাফী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য প্রতিনিধিবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৮:২৬:৫৮ ● ১২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ