
সোমবার ● ৮ সেপ্টেম্বর ২০২৫
মির্জাগঞ্জে পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে সংবাদ সম্মেলন
হোম পেজ » পটুয়াখালী » মির্জাগঞ্জে পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে সংবাদ সম্মেলনসাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
পটুয়াখালীর মির্জাগঞ্জে জোরপূর্বক জমি দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার। সোমবার দুপুরে মির্জাগঞ্জ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোসাঃ সুমি আক্তার। এ সময় তাঁর মা খাদিজা বেগম, স্বামী ফারুক হোসেন ও স্বজনরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সুমি আক্তার অভিযোগ করেন, তাঁর মা খাদিজা বেগম ওয়ারিশ সূত্রে দেউলী মৌজার ৫.৭৫ শতাংশ জমির মালিক। জমির খতিয়ান, দাগসহ সব প্রমাণাদি তাঁদের হাতে রয়েছে। দেউলী নতুন বাজার সংলগ্ন এই মূল্যবান জমি স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহআলম গাজী দীর্ঘদিন ধরে দখল করে রেখেছেন।
পরিবারটির দাবি, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে শাহআলম গাজী রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখল করেন। ভয়-ভীতি দেখিয়ে তাঁদের জমি ভোগদখল শুরু করেন তিনি। চলতি বছরের ৫ জুলাই পরিবারটি ঘর তুলতে গেলে শাহআলম গাজী ও তাঁর সহযোগীরা হামলা চালায় এবং ঘর ভাঙচুর করে। পরদিন ৬ জুলাই তাঁদের আসামি করে মিথ্যা মামলা দায়ের করা হয়।
অভিযোগে আরও বলা হয়, শাহআলম গাজী সরকারি কালিবাড়ি খাল দখল করে মৎস্যচাষও করছেন।
সুমি আক্তার বলেন, স্থানীয়দের মাধ্যমে সালিশে সমাধানের চেষ্টা ব্যর্থ হয়েছে। এখন গণমাধ্যম ও প্রশাসনের সহায়তায় জমি উদ্ধার, মিথ্যা মামলা থেকে মুক্তি এবং দখলবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চান তাঁরা।
বাংলাদেশ সময়: ১৬:০৫:২৬ ● ৯৭ বার পঠিত