
শনিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৫
নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র্যালি ও দোয়া মাহফিল
হোম পেজ » বরিশাল » নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র্যালি ও দোয়া মাহফিল
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
নেছারাবাদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে ছারছীনা মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় নেতৃবৃন্দ ও স্থানীয়রা এতে অংশ নেন।
র্যালিটি ছারছীনা মাদ্রাসা থেকে শুরু হয়ে স্বরূপকাঠী পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার মাদ্রাসা প্রাঙ্গণে শেষ হয়। অংশগ্রহণকারীরা স্লোগান, ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ছারছীনা দারুচ্ছুন্নাত আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মো. রুহুল আমিন ছালেহী, ছারছীনা দ্বিনিয়া মাদ্রাসার মুদির মাওলানা মো. মাহমুদুম মুনির হামীম, সহকারী অধ্যাপক মাওলানা মো. নজরুল ইসলাম, আরবি প্রভাষক মাওলানা মো. বোরহান উদ্দিন, নায়েবে মুদির মাওলানা মো. সফিউল্লাহ ও কারী মাওলানা মো. বেলায়েত হোসেন।
এর আগে ছাত্রদের অংশগ্রহণে কুরআন খতম অনুষ্ঠিত হয়। পাশাপাশি বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কেন্দ্রীয় শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর জীবনাদর্শ ও শিক্ষার উপর গুরুত্বারোপ করেন। এসময় হামদ, নাত ও মহানবীর জীবনীভিত্তিক বক্তৃতা প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদানের ঘোষণা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১২:৫১:০২ ● ৪৪ বার পঠিত