পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে দুই যুবকের লাশ উদ্ধার

হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে দুই যুবকের লাশ উদ্ধার
বুধবার ● ৩ সেপ্টেম্বর ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে রেজাউল (২৮) ও তুহিন (২৫) নামে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল ১০টার দিকে ধলু হাওলাদার বাড়ি সংলগ্ন নদী থেকে রেজাউলের লাশ উদ্ধার করা হয়। তার আগে মধ্যরাতে লোহালিয়া সেতুর নিচ থেকে তুহিনের লাশ পাওয়া যায়।

অটোরিকশাচালক রেজাউল সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নের নুরু বয়াতির ছেলে। তুহিন পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের কালাম হাওলাদারের ছেলে।

তুহিন সোমবার রাতে ডিবির ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর নিখোঁজ হন বলে পরিবার জানায়। রেজাউল একইদিন সকালে বাড়ি থেকে অটো নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হন। সেদিন রাতেই লোহালিয়া এলাকার কাশিপুর সড়ক থেকে তার অটো উদ্ধার করে পুলিশ।

পরপর দুই লাশ উদ্ধারে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১১:৩০:৪৯ ● ৭৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ