ধূমপান ও মাদকবিরোধী ক্যাম্পেইন ‘জীবন বদলে দাও’ শুক্রবার রাজধানীতে

হোম পেজ » অন্যান্য » ধূমপান ও মাদকবিরোধী ক্যাম্পেইন ‘জীবন বদলে দাও’ শুক্রবার রাজধানীতে
বুধবার ● ৩ সেপ্টেম্বর ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, ঢাকা

ধূমপায়ী, মাদকাসক্ত ব্যক্তি ও পথশিশুদের সচেতন করতে রাজধানীতে ‘জীবন বদলে দাও’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১২ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ব ধূমপানমুক্ত পরিষদের উদ্যোগে এ কর্মসূচি হবে।

হাইকোর্ট মাজার গেটের সামনে থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করা হবে। সেখান থেকে শোভাযাত্রা প্রেসক্লাব, পুরনো পল্টন মোড় হয়ে মতিঝিলে গিয়ে সমাপ্ত হবে।

উদ্বোধন করবেন বিশ্ব ধূমপানমুক্ত উপদেষ্টা পরিষদের সদস্য মুহাম্মাদ ইমতিয়াজ। তিনি চ্যানেল ২৪-এর সিনিয়র নিউজ প্রেজেন্টার এবং বিজিএমইএ ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের পরিচালক। প্রধান আলোচক থাকবেন বিশ্ব ধূমপানমুক্ত উপদেষ্টা পরিষদের সদস্য, লেখক ও গবেষক সিকদার আব্দুস সালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ব ধূমপানমুক্ত পরিষদের উপদেষ্টা লায়ন এবিএম সোবহান হাওলাদার, মো. মোশারফ হোসেন এবং গাজী মোহাম্মদ সেলিম। প্রধান অতিথির নাম পরে জানানো হবে বলে আয়োজকরা জানান।

আয়োজনটি সফল করতে পরিষদের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সবাইকে সময়মতো উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন ক্যাম্পেইনের আহ্বায়ক মো. রেজাউল ইসলাম লাকী।

বাংলাদেশ সময়: ১১:১৫:৪৮ ● ১৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ