নেছারাবাদে কবরস্থান নিয়ে মারামারি, আহত ১

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে কবরস্থান নিয়ে মারামারি, আহত ১
সোমবার ● ১ সেপ্টেম্বর ২০২৫


নেছারাবাদে কবরস্থান নিয়ে মারামারি, আহত ১

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

নেছারাবাদে পারিবারিক কবরস্থানের জায়গা নিয়ে সংঘর্ষ হয়েছে। এতে রেজাউল মাঝি (৩৮) নামে একজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। ঘটনা ঘটে সোমবার (১ সেপ্টেম্বর) সকালে, বলদিয়া ইউনিয়নের উড়িবুনিয়া গ্রামের মাঝি বাড়িতে।

অভিযোগ অনুযায়ী, শাহাদত হোসেন (৬০) বাদী হয়ে ভাতিজা রবিউল ইসলাম, বেল্লাল হোসেন, মেয়ে খাদিজা, পারভীন, জামাই জাহিদ এবং ভাই হারুনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন। তিনি জানান, তার ভাই বাদশা মিয়ার কোনো কবরস্থান ছিল না। সম্প্রতি মৃত্যুর পর তাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ নিয়ে সোমবার সকালে তর্ক হয়। এক পর্যায়ে প্রতিপক্ষরা তার ছেলে রেজাউল মাঝিকে মারধর করে আহত করে।

স্থানীয়রা জানান, দুই পরিবারের মধ্যে আগে থেকেই জমি নিয়ে বিরোধ ছিল। বাদশা মিয়া জমি ভাগাভাগির সময় কবরস্থানের অংশ নেননি। তবে তার ছেলেরা এখন সেটি দাবি করছেন।

অভিযুক্ত রবিউল ইসলাম বলেন, আলোচনা সাপেক্ষে তার বাবাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরে তর্ক-বিতর্কের সময় ধস্তাধস্তি হয়। তার দাবি, চাচাতো ভাই হয়তো কোনো গাছে ধাক্কা খেয়ে আহত হয়েছেন।

নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০:২১:২৪ ● ১৯৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ