বৃহস্পতিবার ● ২৮ আগস্ট ২০২৫
কলাপাড়ায় পাঁচ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় পাঁচ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় ১০ টি মামলার ৫ টির সাজাপ্রাপ্ত আসামি রেজাউল করিম (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ। কলাপাড়া থানার এসআই ফোরকান ও এসআই মো.কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ বুধবার রাতে উপজেলার আলীপুর বন্দর থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রেজাউল করিম উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের সিদ্দিক ফরাজীর ছেলে।
কলাপাড়া থানার এসআই ফোরকান জানান, তার নামে ১০টি মামলা রয়েছে। এর মধ্যে ৫টিতে সাজাপ্রাপ্ত। সে দীর্ঘদিন পলাতক ছিলো। গোপন সংবাদের ভিক্তিতে তাকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত রেজাউল করিমকে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৬:০০:৪২ ● ৪৬৭ বার পঠিত
