
বৃহস্পতিবার ● ২৮ আগস্ট ২০২৫
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্তদের ৮দফা দাবিতে সংবাদ সম্মেলন
হোম পেজ » পটুয়াখালী » পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্তদের ৮দফা দাবিতে সংবাদ সম্মেলনসাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় ১৩২০মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বৃহস্পতিবার কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাদের আট দফা দাবি উপস্থাপন করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও চলমান আন্দোলনের প্রধান সমন্বয়কারী রবিউল আউয়াল অন্তর। তিনি জানান, তাদের দাবিগুলো ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের যোগ্যতার ভিত্তিতে চাকুরি প্রদান, অধিগ্রহণ করা জমির দেড়গুণ মূল্য অবিলম্বে পরিশোধ,বিদ্যুৎ কেন্দ্রে সংশ্লিষ্ট বিভিন্ন দুর্নীতি ও সম্পদ লুটের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করা।
অন্তর আরও বলেন, এই আট দফা দাবি আগামী সাত দিনের মধ্যে মেনে নেওয়া না হলে তারা বিদ্যুৎ কেন্দ্রগামী সড়ক ব্লকেডের মতো কর্মসূচি ঘোষণা করবেন।
সংবাদ সম্মেলনে কলাপাড়ার ধানখালী এলাকায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এমবি/এমআর
বাংলাদেশ সময়: ১৩:২০:০৯ ● ১৫০ বার পঠিত