ফলোআপ– বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলার: ১৪ জেলে উদ্ধার, ৬ নিখোঁজ

হোম পেজ » কুয়াকাটা » ফলোআপ– বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলার: ১৪ জেলে উদ্ধার, ৬ নিখোঁজ
বুধবার ● ২০ আগস্ট ২০২৫


বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলার: ১৪ জেলে উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ২০ জেলেসহ মাছধরা ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় মোট ১৪ জেলেকে উদ্ধার করা হয়েছে। পাঁচদিন আগে ট্রলারটি গভীর সমুদ্রে ডুবে যায়।

বুধবার দুপুরে বঙ্গোপসাগরের পাইপ বয়া সংলগ্ন এলাকা থেকে একটি মাছধরা ট্রলার ১৩ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে। এর আগে সকালে পায়রা বন্দরের ২০ কিলোমিটার গভীর এলাকা থেকে মোরশেদ নামের এক জেলেকে উদ্ধার করা হয়েছিল।

মুমূর্ষ অবস্থায় উদ্ধারকৃত জেলেদের কলাপাড়া উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ও নিখোঁজ সকল জেলের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী এলাকায়।

উদ্ধারকৃত জেলেরা জানান, চট্টগ্রামের বাঁশখালি থেকে তারা মাছ ধরার জন্য ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে যান। ট্রলার ডুবে যাওয়ার পর পাঁচদিন তারা প্লাস্টিকের পানির ড্রাম নিয়ে সমুদ্রে ভেসে থাকেন।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আবু তাহের (৫৫), কামাল (৩৫), রিয়াজ উদ্দিন (২২), তমিজ (১৮), সোহাগ (২০) ও শাহাবুদ্দিন (৪৫) নামের ৬ জেলে।

বাংলাদেশ সময়: ১৯:৪৮:১২ ● ১০৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ