বাবুগঞ্জের পত্রিকা বিক্রেতা মুজিবুর রহমান আর নেই

হোম পেজ » শোক/মৃত্যুবার্ষিকী » বাবুগঞ্জের পত্রিকা বিক্রেতা মুজিবুর রহমান আর নেই
বুধবার ● ২০ আগস্ট ২০২৫


বাবুগঞ্জের পত্রিকা বিক্রেতা মুজিবুর রহমান- সংগৃহীত ছবি

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

বরিশালের বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠী গ্রামের বাসিন্দা পত্রিকা বিক্রেতা (হকার) মুজিবুর রহমান (৫০) আর নেই। তিনি দীর্ঘ ৩৮ বছর ধরে হকারি পেশায় যুক্ত ছিলেন।

বুধবার দুপুর আড়াইটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুজিবুর রহমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি সাইফুল রহিম ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া বাবুগঞ্জের পত্রিকা এজেন্সি সুলতান বুকস্টলের মালিক সুলতান আহম্মেদ শোক জানিয়ে বলেন, ছোটবেলা থেকেই মুজিবুর রহমান আমার কাছ থেকে পত্রিকা নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রি করতেন এবং পাশাপাশি ভ্যানগাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রায় চার দশক ধরে তিনি পত্রিকা বিক্রয়ের সঙ্গে যুক্ত ছিলেন। তার সঙ্গে কারও মনোমালিন্য হয়নি। তিনি ছিলেন সৎ ও ভালো মানুষ। আমি তার পরিবারের প্রতি সমবেদনা জানাই।

বাংলাদেশ সময়: ২০:৩৯:০২ ● ৮৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ