পটুয়াখালীতে আওয়ামী লীগ নেই, চাঁদা দিয়ে সবাই বিএনপি: আলতাফ হোসেন চৌধুরী

হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালীতে আওয়ামী লীগ নেই, চাঁদা দিয়ে সবাই বিএনপি: আলতাফ হোসেন চৌধুরী
মঙ্গলবার ● ১২ আগস্ট ২০২৫


 পটুয়াখালীতে আওয়ামী লীগ নেই, চাঁদা দিয়ে সবাই বিএনপি: আলতাফ হোসেন চৌধুরী

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি(পটুয়াখালী)

 

 

পটুয়াখালীর দুমকিতে বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, এখন আর পটুয়াখালীতে আওয়ামী লীগ নেই, চাঁদা দিয়ে সবাই বিএনপি হয়ে গেছে।

 

গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপির মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসীম উদ্দিন হাওলাদার।

আলতাফ হোসেন চৌধুরী আরও বলেন, ৫ আগস্ট ২০২৪-এর পর যারা পটুয়াখালীতে চাঁদাবাজি করেছেন, তাদের নাম-ঠিকানা ও ছবি দেশের সব গোয়েন্দা সংস্থার কাছে রয়েছে। সময় হলে কাউকে ছাড় দেওয়া হবে না, হাটে হাড়ি ভেঙে দেওয়া হবে। তখন পালানোর পথও থাকবে না।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা বায়েজিদ আহমেদ পান্না, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর দেলোয়ার হোসেন ও মজিবুর রহমান প্রমুখ।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক শত নেতাকর্মী অংশ নেন।

 

 

 

এমআর

 

বাংলাদেশ সময়: ১৮:১৪:৪৭ ● ৮৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ