সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ বামনায় সাংবাদিকদের মানববন্ধন

হোম পেজ » গণমাধ্যম » সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ বামনায় সাংবাদিকদের মানববন্ধন
রবিবার ● ১০ আগস্ট ২০২৫


 

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, বামনা (বরগুনা)

 

গত ৮ আগস্ট গাজীপুরে দৈনিক প্রতিদিনের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়, এর প্রতিবাদে রোববার (১০ আগস্ট ২০২৫) বামনায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে সাংবাদিকরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

এসবের আয়োজন করে বামনা উপজেলা মফস্বল সাংবাদিক ফোরাম। মানববন্ধন বামনা প্রেসক্লাব সড়কে অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা প্রভাষক মোঃ জাকির হোসাইন।

 

বক্তব্য রাখেন, মফস্বল সাংবাদিক ফোরাম, বামনা উপজেলা শাখার সভাপতি মোঃ নাসির মোল্লা, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি আবু নাসের গোলাম কিবরিয়া, দৈনিক ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা মোঃ হাবিবুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামী-এর আমির হাফেজ মাওঃ মোঃ সাইদুর রহমান,  উপজেলার বিএনপির যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মজনু, ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন জিহাদী, দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ নিজাম উদ্দিন মোল্লা, ও দৈনিক শেষ কথার উপজেলা প্রতিনিধি হাফেজ মোঃ আল আমিন।

 

বক্তারা দাবি করেন- অবিলম্বে খুনিদের আইনের আওতায় আনা হোক এবং দ্রুত বিচার নিশ্চিত করা হোক। তারা সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

বাংলাদেশ সময়: ১৫:০৪:৫৪ ● ৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ