
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে চরফ্যাশন প্রেসক্লাব। রোববার সকাল ১০টায় প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রেসক্লাবের সম্পাদক শহিদুল ইসলাম বলেন, তুহিন হত্যা শুধু একজন সাংবাদিককে নয়, গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। তিনি অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
সহসভাপতি ও আমার দেশ প্রতিনিধি লোকমান হোসেন বলেন, রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। সাংবাদিকদের ওপর হামলা মানে সত্যকে দমন করার চেষ্টা এবং স্বৈরাচারী মনোভাব প্রতিষ্ঠার পথ সুগম করা। বিচার না হলে নৈরাজ্য বাড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
দুলার হাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বলেন, সাংবাদিকরা কলমের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরেন। কিন্তু তাদের নিরাপত্তা বিঘ্নিত হলে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়ে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক বরিশালের কথা প্রতিনিধি নজরুল কবির, যুগ্ম সম্পাদক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মিজানুর রহমান নয়ন, বার্তা সম্পাদক শাহাবুদ্দিন সিকদার, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ ও দ্য ডেইলি ট্রাইব্যুনাল প্রতিনিধি এ আর সোহেব চৌধুরী, যুগ্ম সম্পাদক কামরুল সিকদার, এশিয়ান টিভি প্রতিনিধি মেহেদী হান্নান, মানবতার কণ্ঠ প্রতিনিধি শাহ কামাল, তারুণ্য টিভি প্রতিনিধি তছলিম আখন্দ, সাংবাদিক শফিউল্লাহ শফি, মুকিত, বানিজ্য প্রতিদিন প্রতিনিধি জুলকার নাঈম, নিরপেক্ষ পত্রিকা প্রতিনিধি মে: ফুয়াদসহ অন্যান্য সাংবাদিকরা।