সাংবাদিক তুহিন হত্যা কলাপাড়ায় সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

হোম পেজ » গণমাধ্যম » সাংবাদিক তুহিন হত্যা কলাপাড়ায় সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা
রবিবার ● ১০ আগস্ট ২০২৫


 

---

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

গাজীপুরে কর্মরত অবস্থায় দৈনিক প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়, এর প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে কলাপাড়া প্রেসক্লাব আয়োজিত প্রেসক্লাব চত্বরে এক ঘণ্টা মানববন্ধন পালন করা হয়। এসময় দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন অংশগ্রহণকারীরা।

বক্তারা বলেন, সন্ত্রাসীরা শুধু তুহিনকে হত্যা করেনি; তারা পরিবারকে ভয়ভীতির মধ্যে রেখেছে। ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের বিচার নিশ্তি করতে হবে। প্রশাসনের কাছে দ্রুত এবং স্বচ্ছ বিচারেরও দাবি জানানো হয়।

কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু ও সাধারণ সম্পাদক অমল মুখার্জি বক্তব্য রাখেন। সাবেক সভাপতি হুমায়ুন কবির ও মেজবাহ উদ্দিন মাননু এবং কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের আহবায়ক এস.কে রঞ্জন, সাংবাদিক ক্লাব সভাপতি নীল রতন কুন্ডসহ কলাপাড়া উপজেলার সকল সংবাদ কর্মী কর্মসূচিতে যোগ দেন।

বাংলাদেশ সময়: ১৫:০৬:১৩ ● ৯০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ