চোরাকারবারিদের ধাক্কায় নৌকা ডুবি, বিজিবি সদস্য নিখোঁজ

হোম পেজ » সর্বশেষ » চোরাকারবারিদের ধাক্কায় নৌকা ডুবি, বিজিবি সদস্য নিখোঁজ
রবিবার ● ১০ আগস্ট ২০২৫


 

সিপাহী মাছুম বিল্লাহ

সাগরকন্যা প্রতিবেদক, সুনামগঞ্জ

সিলেটের গোয়াইনঘাটে ভারতীয় চোরাচালানের মাল আটক অভিযানে চোরাকারবারিদের ধাক্কায় বিজিবি সদস্যদের নৌকা ডুবে এক সিপাহী নিখোঁজ হয়েছেন।

শনিবার (৯ আগস্ট) বিকেলে সীমান্ত নদী ইছামতিতে এ ঘটনা ঘটে। নিখোঁজ সিপাহী মাছুম বিল্লাহ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের ৪৮ ব্যাটালিয়নের সোনারহাট বিওপিতে কর্মরত ছিলেন।

৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হক সাংবাদিকদের জানান, ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা সুপারি বহনকারী নৌকা আটকাতে সোনারহাট বিওপির দুই বিজিবি সদস্য নদীপথে অভিযানে যান। এ সময় চোরাকারবারিদের নৌকা ধাক্কা দিলে বিজিবি সদস্যদের নৌকা ডুবে যায়।

ঘটনায় একজন বিজিবি সদস্য ও মাঝি সাতরে তীরে উঠলেও সিপাহী মাছুম বিল্লাহ নদীতে নিখোঁজ হন। রোববার সকাল পর্যন্ত তার সন্ধান মেলেনি বলে জানান অধিনায়ক।

বাংলাদেশ সময়: ৭:৫৫:২৩ ● ১০৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ