থানার পাশে মদপান শেষে ফেরার পথে কাঠমিস্ত্রি নিখোঁজ

হোম পেজ » সর্বশেষ » থানার পাশে মদপান শেষে ফেরার পথে কাঠমিস্ত্রি নিখোঁজ
রবিবার ● ১০ আগস্ট ২০২৫


 

---

সাগরকন্যা প্রতিবেদক, সুনামগঞ্জ

সুনামগঞ্জের তাহিরপুরে থানার অদূরে মদপান শেষে বাড়ি ফেরার পথে খালে পড়ে চিও রঞ্জন দাস টুনু (কাঠমিস্ত্রি) নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ টুনু তাহিরপুর উপজেলার সূর্য্যের গাঁও গ্রামের সুনিল দাসের ছেলে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে রতনশ্রী (মুচিপাড়া) থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, পারিবারিক সূত্রে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে রাতভর খোঁজ চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো ওই রাতেও রতনশ্রী এলাকায় চোলাই মদপান শেষে ফেরার সময় টুনু খালের পানিতে পড়ে যান।

ফায়ার সার্ভিসের দায়িত্বশীলরা জানান, বৈরী আবহাওয়ার কারণে রাতের উদ্ধার তৎপরতা ব্যাহত হয়েছে। রোববার সকাল থেকে ডুবুরি দল ফের খোঁজ শুরু করবে।

 

বাংলাদেশ সময়: ৭:২৯:৫৯ ● ১০০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ