খসড়া ভোটার তালিকা প্রকাশ আজ, সংশোধনের সুযোগ ১২ দিন

হোম পেজ » জাতীয় » খসড়া ভোটার তালিকা প্রকাশ আজ, সংশোধনের সুযোগ ১২ দিন
রবিবার ● ১০ আগস্ট ২০২৫


 

---

সাগরকন্যা প্রতিবেদক, ঢাকা

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ রোববার (১০ আগস্ট) খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। তালিকায় কোনো তথ্য ভুল থাকলে আগামী ১২ দিনের মধ্যে সংশোধনের আবেদন করা যাবে।

ইসি সূত্রে জানা গেছে, এবারের হালনাগাদে প্রায় ৪৪ লাখ নতুন ভোটার যুক্ত হয়েছেন। তাদের তথ্য খসড়া সম্পূরক তালিকায় অন্তর্ভুক্ত থাকবে। উপজেলা কর্মকর্তারা তালিকাটি নির্দিষ্ট স্থানে টানিয়ে দেবেন।

সংশোধনের আবেদন ২৪ আগস্টের মধ্যে নিষ্পত্তি করবে ইসি। পরবর্তী কার্যক্রম শেষে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এছাড়া, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদেরও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।

 

বাংলাদেশ সময়: ৯:০৪:৩৫ ● ১০১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ