পঞ্চগড়ে সীমান্তে ১১ নারী আটক

হোম পেজ » রংপুর » পঞ্চগড়ে সীমান্তে ১১ নারী আটক
শুক্রবার ● ৮ আগস্ট ২০২৫


পঞ্চগড়

সাগরকন্যা প্রতিবেদক, পঞ্চগড়

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ১১ বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোরে আমজোয়ানী এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজিবি জানায়, আটক নারীরা যশোর, নড়াইল, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার বাসিন্দা। দালাল চক্রের মাধ্যমে ১ লাখ ৬৫ হাজার টাকায় তারা ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন শুকানী বিওপির দুইটি অভিযানিক দল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৪২/১ এস থেকে প্রায় ৬০০ গজ ভেতরে অভিযান চালায়। এসময় ১১ নারীকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে আছেন- ফুলসুরাত (৬০), রোজিনা খাতুন (৩৫), সেলিনা বেগম (২৫), চুমকি খাতুন (২৫), হাছনা হেনা (৩০), রোজিফা খাতুন (৩২), মিনা খাতুন (২৫), বন্যা খাতুন (২৪), রূপা খানম (২৫), সাবানা বেপারী (২৭) এবং সালেহা খাতুন (৪০)।

পরে তাদের অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তেঁতুলিয়া থানায় হস্তান্তর করা হয়।

নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) জানায়, সদর দপ্তরের নির্দেশে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। অনুপ্রবেশ বন্ধে সীমান্তজুড়ে কড়া নজরদারি চালানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭:৪২:১৩ ● ৯৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ