চিতলমারীতে ৩৪ ভরি স্বর্ণসহ তিনজন গ্রেফতার

হোম পেজ » খুলনা » চিতলমারীতে ৩৪ ভরি স্বর্ণসহ তিনজন গ্রেফতার
শুক্রবার ● ৮ আগস্ট ২০২৫


চিতলমারীতে ৩৪ ভরি স্বর্ণসহ তিনজন গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

চিতলমারীতে সিন্দুক কেটে চুরি হওয়া ৩৪ ভরি স্বর্ণ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে আড়ূয়াবর্ণি গ্রামে এমাদুল খানের বাড়িতে অভিযান চালিয়ে স্বর্ণ ও সিন্দুক কাটার ড্রিল মেশিন উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত মঞ্জুরুল খানের ছেলে। জিজ্ঞাসাবাদের পর আরও দুইজনকে গ্রেফতার করা হয়।

চিতলমারী থানার ওসি এসএম শাহাদাৎ হোসেন জানান, গত ৩ আগস্ট রাতে চিতলমারী সদর বাজারের কর্মকারপট্টির নিউ মন্ডল জুয়েলার্সের সিন্দুক কেটে স্বর্ণ চুরি করা হয়।

ঘটনার পর আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু হয়। শুক্রবার দুপুরে এমাদুলের আলমারিতে লুকানো ২২ ভরি স্বর্ণ (মূল্য প্রায় ৩২ লাখ টাকা) ও ড্রিল মেশিন উদ্ধার করা হয়।

এমাদুলের স্বীকারোক্তিতে চরবানিয়ারী গ্রামের সজল বসু (৩৮) ও শিবপুর গ্রামের শুভ্র বসু (২৫) গ্রেফতার হয়।

নিউ মন্ডল জুয়েলার্সের মালিক তাপস কুমার মন্ডল বাদী হয়ে ৮ আগস্ট চিতলমারী থানায় মামলা করেছেন। মামলা নম্বর ৩।

বাংলাদেশ সময়: ১৮:১১:২৫ ● ৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ