
সাগরকন্যা প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই সংবাদকর্মীর ওপর হামলার ঘটনায় একজন নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার বিকেল ৫টার দিকে গাজীপুর সদর থানার সামনে আনোয়ার হোসেন নামে একজন সাংবাদিককে পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা।
তিনি দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার গাজীপুর প্রতিনিধি। আহতের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। পায়ে মারাত্মক জখম হয়েছে। পুলিশ তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরপরে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
এর ২৪ ঘণ্টার ব্যবধানে বৃহস্পতিবার রাত ৮টার দিকে দৈনিক প্রতিদিনের কাগজ- এর গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিন (৩৮) সন্ত্রাসীদের হামলায় নিহত হন। চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে চায়ের দোকানে বসে থাকাকালে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা তাকে নির্মমভাবে মারধর করে। বুকের ওপর উঠে লাফায়, পায়ের ওপর ইট ছুড়ে মারে ও টেনে-হিঁচড়ে নিয়ে যায়। তারা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে থাকলেও কোনো হস্তক্ষেপ করেননি। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
জিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযুক্তদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ জমা হয়নি বলে জানান তিনি। স্থানীয় সাংবাদিকরা বলছেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে আরও কঠোর হতে হবে।