ঢাকার হত্যা মামলা ‘জয় পরিষদ’ নেতা বাকীবিল্লাহ গ্রেফতার পটুয়াখালীতে

হোম পেজ » পটুয়াখালী » ঢাকার হত্যা মামলা ‘জয় পরিষদ’ নেতা বাকীবিল্লাহ গ্রেফতার পটুয়াখালীতে
সোমবার ● ৪ আগস্ট ২০২৫


 

মোঃ কামরুল ইসলাম শিকদার ওর‌ফে বাকীবিল্লাহ শিকদার‌। ছবি - সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

সজীব ওয়া‌জেদ জয় প‌রিষ‌দের কে‌ন্দ্রিয় সাংগঠ‌নিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম শিকদার ওর‌ফে বাকীবিল্লাহ শিকদার‌কে গ্রেফতার ক‌রে‌ছে পটুয়াখালী ডি‌বি পু‌লিশ। র‌োববার বিকা‌লে ঢাকা-কুয়াকাটা মহাসড়‌কের শিয়ালী বাজার এলাকা থে‌কে তা‌কে গ্রেফতার করা হয়। তার বিরু‌দ্ধে ঢাকার উত্তরা প‌শ্চিম থানায় ১‌টি হত‌্যা মামলা র‌য়ে‌ছে। ওই হত‌্যা মামলা‌য়ে বাকীবিল্লাহ ২০নং আসামী।

গ্রেফতারকৃত বাকী‌বিল্লাহ পটুয়াখালী সদর উপ‌জেলার ইটবা‌ড়িয়া গ্রা‌মের নুর মোহাম্মদ শিকদা‌রের ছে‌লে। তার চাচাত ভাই মোঃ হাসান শিকদার পটুয়াখালী জেলা ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি ও সা‌বেক সদর উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম‌্যান।

পু‌লিশ জানায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে বাকী‌বিল্লাহ‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। তার বিরু‌দ্ধে ঢাকার উত্তরা থানায় ১‌টি নিয়‌মিত মামলা র‌য়ে‌ছে। এছাড়া পটুয়াখালী থানায় আ‌রও কোন মামলা আ‌ছে কিনা, তা খু‌ঁজে দেখা হ‌চ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

এ‌দি‌কে খোঁজ নি‌য়ে জানা গে‌ছে, জেলা যুবলী‌গের ক‌মি‌টি গ্রহ‌ণের সময় বাকীবিল্লাহ সাধারণ সম্পাদক প্রার্থী হিসা‌বে ব‌্যপক প্রচার প্রচারণা চা‌লি‌য়ে‌ছি‌লেন। এর আ‌গে ২০১৩সা‌লে সজীব ওয়া‌জেদ জয় প‌রিষ‌দের কে‌ন্দ্রিয় সভাপ‌তি লায়ন ম‌তিউর রহমান টিপু ও সাধারণ সম্পাদক প্রকৌশলী এমআই তনয় স্বাক্ষ‌রিত এক প্রেস‌বিজ্ঞ‌প্তি‌তে বাকী‌বিল্লাহ‌কে কে‌ন্দ্রিয় সাংগঠ‌নিক সম্পাদ‌কের দা‌য়িত্ব দেয়া হয়ে‌ছিল। প‌রে ২০২২সা‌লে নি‌জে‌কে ভাইস চেয়ারম‌্যান দাবী ক‌রে উক্ত ক‌মি‌টির সভাপ‌তি‌কে অ‌ভিনন্দন দি‌য়ে ফেইস বু‌কে একা‌ধিক পোষ্ট দি‌য়ে‌ছেন।‌

গতবছর ৫ আগ‌স্টের পর ন‌ভেম্ব‌রের ২তা‌রিখ উত্তরা পশ্চিম থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌কে প্রধান আসামী ক‌রে এক‌টি হত‌্যা মামলা দা‌য়ের করা হয়। ওই মামলা‌য়ে বাকী‌বিল্লাহ ২০নং আসামী। মামলা‌য়ে তা‌কে যুবলীগ কর্মী উ‌ল্লেখ করা হ‌য়ে‌ছে।

বাংলাদেশ সময়: ০:০২:১৮ ● ১০২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ