নির্বাচন প্রস্তুতি কলাপাড়ায় লালুয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা

হোম পেজ » পটুয়াখালী » নির্বাচন প্রস্তুতি কলাপাড়ায় লালুয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা
শনিবার ● ২ আগস্ট ২০২৫


কলাপাড়ায় লালুয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম সক্রিয় করতে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) চারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভার আয়োজন করে উপজেলা পর্যবেক্ষণ টিম।

সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের সম্ভাব্য প্রার্থী এবিএম মোশাররফ হোসেন।

সভায় প্রধান বক্তা ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পর্যবেক্ষণ টিমের প্রধান মুসা তাওহীদ নাননু মুন্সী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম মৃধা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান টুলু, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম সিকদার এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান প্যাদা। সভা পরিচালনা করেন লালুয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল খালেক তালুকদার।

 কলাপাড়ায় লালুয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা

এছাড়া আরও বক্তব্য রাখেন কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সজল বিশ্বাস, লালুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. মোঃ আলমগীর আকন, যুবদল নেতা মোঃ ইব্রাহিম গাউগার, মোঃ আলমগীর হাওলাদার প্রমুখ।

বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তৃণমূল সংগঠনকে গতিশীল করে এবিএম মোশাররফ হোসেনকে বিজয়ী করতে মাঠে কাজ শুরু হয়েছে। সভায় বিভিন্ন সাংগঠনিক দিকনির্দেশনা ও কর্মপরিকল্পনাও নির্ধারণ করা হয়।

বাংলাদেশ সময়: ২০:১১:৩৭ ● ১১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ