
সাগরকন্যা প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বলেছেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক আত্মিক এবং প্রাকৃতিক। দুই দেশের মধ্যকার সম্পর্কের মূল ভিত্তি অর্থনৈতিক ও বাণিজ্যিক, যা আরও সুদৃঢ় করতে উভয়ের সমন্বিত প্রয়াস জরুরি।
শুক্রবার ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট পরিদর্শন শেষে তিনি রাজ্যের স্থানীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। শনিবার ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশিত হয়।
বাংলাদেশের প্রতি ভারতের আস্থা এবং পারস্পরিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতির অংশ হিসেবে হাইকমিশনার রিয়াজ তিন দিনের সফরে ত্রিপুরায় যান। সফরের প্রথম দিন তিনি আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট ও আগরতলা স্থলবন্দর পরিদর্শন করেন। পরে তিনি ল্যান্ডপোর্ট অথরিটি অব ইন্ডিয়া (এলপিএআই), অভিবাসন এবং কাস্টমস দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
পরিদর্শন শেষে শুক্রবার বিকেলে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। এরপর বন্দর এলাকার সভাকক্ষে স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী প্রতিনিধি, ইমিগ্রেশন, স্থলবন্দর ও কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
শনিবার সকালে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ আখাউড়া স্থলবন্দর সীমান্ত হয়ে আশুগঞ্জ নৌবন্দর পর্যন্ত নির্মাণাধীন চারলেন সড়ক পরিদর্শন করেন। এরপর দুপুর ৩টা ৩০ মিনিটে তিনি ত্রিপুরায় ফেরত যান। সফরকালে ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ তার সঙ্গে ছিলেন।