তালতলীতে রাখাইন পরিবারকে চাঁদার হুমকি, জমি দখলের চেষ্টা!

হোম পেজ » বরগুনা » তালতলীতে রাখাইন পরিবারকে চাঁদার হুমকি, জমি দখলের চেষ্টা!
শনিবার ● ২ আগস্ট ২০২৫


চাঁদা না পেয়ে চান চান রাখাইনের পৈত্রিক জমিতে ঘর তুলে এভাবে দখলের চেষ্টা হয় বলে অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, তালতলী (বরগুনা)

তালতলীতে সংখ্যালঘু রাখাইন পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় ইউনুছ হাওলাদার গংয়ের বিরুদ্ধে। শুধু চাঁদা নয়, দাবিকৃত টাকা না দিলে প্রাণনাশের হুমকি এবং জমি দখলের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগী চান চান রাখাইন।

শনিবার (২ আগস্ট) তালতলী প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা চান চান রাখাইন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠাকুরপাড়ায় চান চান রাখাইন তার পৈত্রিক সম্পত্তিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। এলাকাটি একসময় রাখাইন সংখ্যাগরিষ্ঠ হলেও ভূমিদস্যুদের নির্যাতনে অনেকেই এলাকা ছেড়ে মিয়ানমারে (বার্মা) চলে যান। ফলে এখন তারা সংখ্যালঘু হয়ে পড়েছেন।

এই সুযোগে স্থানীয় ইউনুছ হাওলাদার (৫৭), মহিউদ্দিন মাসুদ (৫২), আয়নাল মুছুল্লী (৫৫) ও আনোয়ার হোসেন (৫২) মিলে চানচানের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি রাজি না হওয়ায় চরপাড়া মৌজার (জেএল নং-৪০, এসএ খতিয়ান নং-০৮) জমিতে রাতের অন্ধকারে ছোট ঘর তুলে দখলের চেষ্টা চালান অভিযুক্তরা।

এছাড়াও চান চান রাখাইন ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পরিস্থিতি থেকে রক্ষা পেতে তিনি বরগুনার দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। আদালতে হাজিরা দিতে গেলে বিচারক অভিযুক্তদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে ইউনুছ হাওলাদার গংদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তাদের পরিবারের সঙ্গেও একাধিকবার যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি।

বাংলাদেশ সময়: ২০:০০:৪৬ ● ২৫৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ