বুধবার ● ৩০ জুলাই ২০২৫

পটুয়াখালীতে ডেঙ্গু কেড়ে নিল স্কুলছাত্রীর প্রাণ

হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালীতে ডেঙ্গু কেড়ে নিল স্কুলছাত্রীর প্রাণ
বুধবার ● ৩০ জুলাই ২০২৫


পটুয়াখালী মেডিকেলে জয়ত্রী’র চিকিৎসাধীন থাকাকালে ছবিটি তোলা হয়েছে।

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

 

পটুয়াখালীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে জয়ত্রী দেবনাথ (১৪) নামে এক স্কুলছাত্রী মারা গেছে। ঢাকায় নেয়ার পথে বরিশাল চৌরাস্তা এলাকায় তার মৃত্যু হয়।

 

সে পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাড়ি শহরের সবুজবাগ ১ম লেনে। বাবা বিপ্লব দেবনাথ একজন ব্যবসায়ী।

 

জয়ত্রী কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত হয়। অবস্থার অবনতি হলে সোমবার রাতে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্লাটিলেট ও প্রেসার দ্রুত কমে যায়। মঙ্গলবার বিকেলে ঢাকায় নেয়ার পথে মারা যায় সে।

 

চিকিৎসকরা জানান, জয়ত্রীর প্লাটিলেট নেমে ৭ হাজারে পৌঁছায় এবং ফুসফুসে পানি জমে। শ্বাসকষ্ট ও অস্বাভাবিক প্রেসার ডাউনের কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, জয়ত্রীর অবস্থা এতটাই খারাপ ছিল যে, সর্বোচ্চ চেষ্টা করেও প্রেসার নিয়ন্ত্রণ করা যায়নি।

 

পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকা বর্তমানে ডেঙ্গুর ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত। অধিকাংশ আক্রান্তই এই এলাকা থেকে, এমনটি হাসপাতালের পক্ষ থেকে জাননো হয়েছে।

 

এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। মোট শনাক্ত ১ হাজার ১২১। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৩ জনসহ চিকিৎসাধীন ৫৮।

বাংলাদেশ সময়: ১৮:৪৯:৫৭ ● ১৩৮ বার পঠিত