
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
চরফ্যাশনে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (এসইডিপি) স্কিমের আওতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলা হল রুমে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস।
২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরের আওতায় এসএসসি ও এইচএসসি পাস করা ৩৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর এ কে এম আবুল খায়ের। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি। তিনি বলেন, শিক্ষার্থীদের উন্নয়নে অভিভাবক ও শিক্ষকের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। শুধু পুথিগত শিক্ষা নয়, আদর্শ মানুষ হয়ে দেশ গড়তে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান (চরফ্যাশন সার্কেল), সাবেক মেয়র আনম আমিরুল ইসলাম মিন্টু, অজুফিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল।
তারা বলেন, পারফরমেন্স বেজড প্রণোদনা শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের উৎসাহে ইতিবাচক ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে একাডেমিক সুপারভাইজার খলিলুর রহমানের সঞ্চালনায় শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করেন। উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকরা।